ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

রাজশাহীতে ৭তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফঃ রাজশাহীতে ৭তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে, ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহী, ভারতীয় সংস্কৃতি বিষয়ক কাউন্সিল এবং কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর সহযোগিতায় ২১ শে জুন সাধারণ যোগ প্রোটোকল ভার্চুয়াল অধিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

ভারতীয় সহকারী হাই কমিশনার জনাব সঞ্জীব কুমার ভাটি, তাঁর স্বাগত বক্তব্যকালে কীভাবে বছরের পর বছর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন যোগের জনপ্রিয়তা বৃদ্ধি করেছে এবং এটিকে স্বাস্থ্যের জন্য একটি গণআন্দোলনে রূপান্তরিত করেছে তা তুলে ধরেন।

কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর উপদেষ্টা প্রফেসর ড. মনজুরুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন এবং চলমান মহামারী চলাকালীন যোগের প্রাসঙ্গিকতার বিষয়টি তুলে ধরার বৈজ্ঞানিক কারণও দিয়েছিলেন। এই ভার্চুয়াল অধিবেশনে অনেক ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। ভার্চুয়াল অধিবেশনের মাধ্যমে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত রাজশাহী, রংপুর,বগুড়া এবং দিনাজপুরে অনেকগুলো অনুষ্ঠান করা হয়েছে।