ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

দশমিনায় বিনামূল্যে বীজ ও সার বিতরন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় ২০২০- ২০২১ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে উফশী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গত ৩০ জুন রোজ বুধবার বিকাল ৬ টার সময় উপজেলা কৃষি অফিস হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমিন এর সভাপতিত্বে (প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার) বিতরন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান বক্তা ছিলেন, দশমিনা উপজেলা কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ।