ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

দশমিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নাঈম হোসেন (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে । মৃত নাঈম হোসেন বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের মো: নাসির উদ্দিন মাতুব্বারের ছেলে।

স্থানীয় সূত্র জানাযায়, বুধবার দুপুরের পরে নিজ বাসার পড়ার রুমে এসাইনমেন্ট তৈরী করতে গিয়ে ফ্যানের সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে হয় শিশুটি। ছেলিটিকে ডাক দিলে কোন শব্দ না মিললে মা নিজেই ঘরের দোতালায় ওপরে গিয়ে দেখে নাঈম বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে আছে।

পরে তার ডাক-চিৎকারে বাড়ির অন্য লোকজন এসে নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক মিত্র তাকে মৃত ঘোষণা করেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম জানান, বিদ্যুৎস্পৃষ্টে বগুড়া গ্রামে শিক্ষার্থীর মৃত্যুতে একটি অপমৃত্যু মামলা হয়েছে।