ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

দশমিনায় মোবাইল কোর্ট ১০ ব্যবসায়িকে জরিমানা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় সারা বাংলাদেশের ন্যায় পালিত হচ্ছে লকডাউন। কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস এর প্রকোপ থেকে রক্ষাপেতে সরকার প্রদেয় লকডাউন বাস্তবায়নে দশমিনা উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে। দশমিনা উপজেলা প্রশাসন লকডাউনের প্রথম দিন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমিন এবং সহকারি কমিশনার (ভুমি) মোঃ আবদুল কাইয়ূম দুটিভাগে বিভক্ত হয়ে মোবইল কোট পরিচালনা করে আসছেন।

মোবাইল কোর্ট এর মাধ্যমে সরকারের প্রদেয় স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন ব্যবসায়িকে ৫হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। দশমিনা উপজেলায় প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ কঠোর অবস্থানে । থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক সচেতনতা সহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন।

বিনা প্রয়োজনে রাস্তায় বের হলে জবাবদিহীতার সমূখিন হতে হয় অনেককে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমিন বলেন, সরকার প্রদেয় লকডাউনে সকলকে ঘরে থাকার নির্দেশ প্রদান করেন।