ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ , আজকের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

দশমিনায় করোনা রোগীর সংঙ্খা বৃদ্ধি

মোঃ বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দিন যত যাচ্ছে দশমিনায় করোনা রোগীর সংঙ্খা ততো বৃদ্ধি পাচ্ছে। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জনের নমুনা পরিক্ষায় ১৪ জনই হয়েছে করোনা পজেটিভ। উপজেলায় চলতি লগডাউনে কঠোর ভূমিকায় রয়েছে প্রশাসন।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংঙ্খ্যানবিদ মো. ফারুক আলম জানান, উপজেলায় এ পর্যন্ত মোট ১৭৬ জন করোনা পজেটিভ হয়েছে। গতকাল ২৯ জনের নমুনা পরিক্ষায় ১৪ জনই করোনা পজেটিভ। এদের সবাইকে হোম করেন্টাইনে রাখা হয়েছে এবং তিন জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপজেলায় করোনা রোগীর সংঙ্খা প্রতিদিনই বারছে। আমরা তাদের চিকিৎসা ও বিভিন্ন নির্দেশনা দেই, যাতে তাদের মনবল না ভাঙ্গে। এছাড়াও হসপিটালে রোগীদের জন্য পর্যাপ্ত বেডের ব্যাবস্থা করা হয়েছে।

অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জসীম বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেগ আমরা কঠোর ভাবে লগডাউন কর্যকর করছি । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল কাইয়ুম বলেন, কারন ছাড়া বাহিরে নামা এবং দোকান খোলা হলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় আনা হচ্ছে। আমরা সরকারের এ নির্দেশনা কঠোর ভাবে বাস্ততবায়নে পদক্ষেপ নিচ্ছি।