ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ফায়ার সার্ভিসের গাড়ি আসতে না পারায়, কৃষকের সাধের স্বপ্ন পুড়ে ছাই

কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই।


ডেইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুলাই-২০২১) আনুমানিক বিকেল সাড়ে ৩ টার সময় দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের কৃষক আতিবার মালিথার অনেক সাধের স্বপ্ন পুড়ে ছাই।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই।

চারটি শোবার রুম, রুমে থাকা সব আসবাবপত্র, একটি রান্না ঘর সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ীর মালিক কৃষক আতিবার মালিথা জানান, হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়, কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না আমার মনে হয় বিদ্যুৎ থেকেও আগুন লাগেছে।

এবিষয়ে আড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়াডের ইউপি সদস্য আব্দুল আলিম বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগেছে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন “ডেইলি নিউজ বাংলা”কে বলেন, এ বিষয়ে আমাদের কাছে ফোন আসলে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছানোর সময় কালিদাসপুর পুলিশ ক্যাম্পের সামনে টিনের দেওয়া ডাম ভাঙ্গা থাকায় আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।