ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

পটুয়াখালীতে লকডাউনে জনগনের কস্ট লাঘবে সেনাবাহিনীর ত্রান বিতরন করেন

পটুয়াখালী প্রতিনিধিঃ শম্ভু সাহা: পটুয়াখালীতে কোভিড-১৯ সংক্রমন জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়ায়, এ সংক্রমন প্রতিরোধে সরকারের ঘোষনায় সারা দেশে লকডাউন চলছে। এ লকডাউনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় সারা দেশের ন্যায় লকডাউনে জনগনের কস্ট লাঘবের জন্য পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ৭ পদাতিক ডিভিশনের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সেনা সদস্যরা তাদের রেশনিং থেকে খাদ্য দ্রব্য বাঁচিয়ে জেলার ৮টি উপজেলায় পাঁচটি গ্রুপে ভাগ হয়ে ঘরে ঘরে গিয়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্যাকেট বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এ খাদ্য সহায়তা বিতরনের তৃতীয় দিনে (লকডাউনের নবম দিনে) ৯ জুলাই শুক্রবার সকাল ১০ টায় জেলা সদরের হেতালিয়া বাঁধঘাট এলাকায় শতাধিক দরিদ্র মানুষের হাতে খাদ্য সহায়তা চাল, আটা, ডাল,তেল,চিনি ও লবনসহ বিভিন্ন খাদ্য দ্রব্য তুলে দেন মেজর মো. আওলাদ হোসেন।

এ সময় তার সাথে ছিলেন ক্যাপ্টন নাজমুস শাকিব সিয়াম, ওরেন্ট অফিসার মো. আবুল হাসানসহ অন্যান্য সেনা সদস্য। এ খাদ্য সহায়তা বিতরনকালে করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহারসহ সরকারের ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান মেজর মো. আওলাদ হোসেন