ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১ , আজকের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

রাজশাহীর তানোরে সৎ মায়ের নির্যাতনে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে মাছ নিধনের গ্যাস ট্যাবলেট খেয়ে অন্তরা হালদার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অন্তরা পৌরশহরের মাসিন্দা এলাকার মেরু হলদারের মেয়ে।

শুক্রবার (৯ জুলাই) রাতে তানোর পৌরশহরের মাসিন্দা কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে অন্তরা সৎ মা কল্পনা হলদারের সাথে কলহের জেরে মাছ নিধনের গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

পরে তাকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।অবস্থা বেগতিক হওয়ায় দায়িত্বরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই অন্তরা মারা যায়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই প্রতিবেদককে জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোন মামলার সিদ্ধান্ত হয়নি।