ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

পিবিআই কর্তৃক চাঞ্চল্যকর বিশ্বিবদ্যিালয় শিক্ষার্থী হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার-০২

পিবিআই কর্তৃক চাঞ্চল্যকর বিশ্বিবদ্যিালয় শিক্ষার্থী তৌহিদুল হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার-০২


গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: পিবিআিই, ময়মনসিংহ জেলা কর্তৃক র্দীঘ ০১ বছর পর চাঞ্চল্যকর বিশ্বিবদ্যিালয় শিক্ষার্থী তৌহদিুল ইসলাম খান (২৫) হত্যা মামলার অন্যতম প্রধান আসামী রিফাত ও মহসিন গ্রেফতার।

এ ঘটনাটি ময়মনসিংহ শহরের গোহাইলকান্দি তিন কোণা পুকুর পাড় এলাকায় প্রায় ০১ বছর আগে খুন হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান (২৫) হত্যা মামলার ০২ (দুই) আসামীকে গ্রেফতার করেছে পিবিআই ময়মনসিংহ জেলা।

মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সন্ধিগ্ধ ০১ নং আসামী রিফাত (২৩), পিতা-হারুন অর রশীদ, মাতা-মোছাঃ রেনু বেগম, সাং-জামতলা পোড়াবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গত ০৯ জুলাই ২০২১ খ্রিঃ, সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন জামতলা পোড়াবাড়ী সাকিনস্থ নিজ বাড়ীর সামনে হতে গ্রেফতার করে।

এবং ০২নং আসামী মোঃ মহসিন মিয়া (২৫), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-আউটার স্টোডিয়াম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন আউটার স্টোডিয়াম সংলগ্ন নিজ বাসা হতে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গোহাইলকান্দি তিনকোণা পুকুর পাড় এলাকায় মেসে ভাড়া থাকাবস্থায় গত ০১ মে ২০২০ খ্রিঃ রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামীরা তার রুমে ঢোকে বুকে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফিলে রেখে পালিয়ে যায়।

পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ভিকটিম এর নাম তৌহিদুল ইসলাম খান বয়স (২৫) এর পিতা – মোঃ সাইফুল ইসলাম (৪৮), পিতা মৃত আলী হোসেন খান, সাং- রামেশ্বরপুর, থানা- আটপাড়া, জেলাঃ নেত্রকোনা। ভিকটিম ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরও বলেন, ভিকটিম তৌহিদুল এর পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা করে। পরে এ ঘটনার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই ময়মনসিংহ) এর উপর নেস্ত করলে।

দীর্ঘ ১বছর পর চাঞ্চল্যকর কলেজ ছাত্র তৌহিদুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন ছাড়াও ২ জন আসামী রিফাত ও মহসিনকে গ্রেফতার করে পিবিআই পুলিশ ময়মনসিংহ। এদিকে গ্রেফতারকৃত ০২ জন আসামীকে অদ্য ১০ জুলাই ২০২১ খ্রিঃ বিজ্ঞ ১ নং আমলী আদালতে সোপর্দ করা হলে আসামি রিফাত ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে ।