ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ , আজকের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

রামেক হাসপাতালকে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলেন রাসিক মেয়র লিটন

মাজহারুল ইসলাম চপল, ব্যুরোচীফঃ দিন যতই গড়াচ্ছে করোনার প্রদুর্ভাব ততই বাড়ছে। তাই করোনা রোগীদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে আরো ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সোমবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রামেক হাসপাতাল পরিচালকের হাতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ২টি তুলে দেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। করোনা রোগীদের জীবন বাঁচাতে রামেক হাসপাতালকে অব্যাহতভাবে সহযোগিতায় করায় রাসিক মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী।

উল্লেখ্য, গত ৭ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে ২টি ভেন্টিলেটর উইথ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সিস্টেম যন্ত্রপাতি কিনতে সিটি কর্পোরেশনের তহবিল থেকে ৩০ লাখ ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

চেকটি গ্রহণ করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী। হাসপাতালের আইসিইউতে যুক্ত হওয়া ২টি ভেন্টিলেটর উইথ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচাতে এবং করোনা চিকিৎসায় উল্লেখযোগ্য অবদান রাখছে।