ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে ফগার মেশিং দিয়ে মশা নিধোন কর্মসুচির উদ্বোধন করেছে 

কুষ্টিয়া, ০৪আগষ্ট’ ২০২১ দেশব্যপী ডেঙ্গু সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ায় এডিস মশা নিধোন কর্মসুচির উদ্বোধন করেছে গণপূর্ত বিভাগ। আজ বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টর চত্তরে ফগার মেশিং দিয়ে এই কর্মসুচির উদ্বোধন করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মোঃ জাহিদুল ইসলাম।

এসময় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকোশলী মোঃ শফিকুর রহমান চৌধুরী, কুষ্টিয়া জেলা শ্রমিকলীগৈর যুগ্ম-সাধারন সম্পাদক এইস এম মতিউর রহমানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে কুষ্টিয়া জর্জ কোট চত্তর ও পুলিশ লাইন অফিসে ফগার মেশিং দিয়ে এডিস মশা নিধোন করে গণপূর্ত বিভাগ।