ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

তানোরে সড়ক দুর্ঘটনায় ইউএনও’র অফিস সহকারির মৃত্যু

বিশ্বজিত, তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর পৌরসভার রায়তান বড়শো গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত রহিম মোল্লার ছেলে ও তানোর উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী আরিফ উর রহমান (৩৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত একটার দিকে কালীগঞ্জ বাজারের আলমগীর নামের এক ব্যাক্তির পালসার গাড়িতে মোটর সাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন আরিফ। চালক বেপোয়ারা গতিতে গাড়ি চালানোর ফলে আকচা মোড়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে আরিফ সেখানেই মৃত্য বরণ করেন এবং মোটরসাইকেলের মালিক আলমগীর আহত হন। পরে সে প্রাথমিক চিকিৎসা নেন।

তানোর উপজেলা নির্বাহি অফিসার পংকজ চন্দ্র সড়ক দুর্ঘটনায় আরিফের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। আর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, বেপরোয়া গাড়ি চালানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নিহত হন আরিফ। এ বিষয় তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।