ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে কুষ্টিয়া জেলা সমিতির উদ্দ্যোগে ত্রান বিতরণ

কুষ্টিয়া দৌলতপুর: কুষ্টিয়া দৌলতপুরে কুষ্টিয়া জেলা সমিতির ইউ এস এ এর উদ্দ্যোগে করোনাকালীন অসহায় মানুষের মাঝে ত্রান খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, দৌলতপুর, ফিলিপনগর ও আড়ীয়া ইউনিয়নে ত্রান বিতনণ হয়েছে।

কুষ্টিয়া দৌলতপুরে সব থেকে করোনা প্রবণ এলাকা আড়ীয়া ইউনিয়নে লক্ষীপুর গ্রামে ত্রান বিতরণের সময় এলাকাবাসী দাবি করেন লক্ষীপুর গ্রাম থেকে দৌলতপুর প্রায় ২০ কিলোমিটার, আবার এই দিকে কুষ্টিয়া জেলা সদর ও ২০ কিলোমিটার।

দৌলতপুর উপজেলার শেষ সিমান্তে হওয়াতে রাস্তাঘাটের বেহাল দশা মানুষ অসুস্থ হলে রাস্তার কারনে হাসপাতালে যেতে পারেনা যার কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক, আব্দুলা হেল মাছুদ সুইট , রাসেল, রনি আহমেদ, আছানুল হক, আমানুলা আমান,পারভেজ , সহ সকল সেচ্ছাসেবক।