ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : ৪ গরুসহ চোর আটক

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের মাধবপুরে গরু চুরি রোধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও থেকে মিনি ট্রাকে করে পাচারকালে ৪টি গরু ও বাছির মিয়া নামে এক চোরকে আটক করেছে পুলিশ। চুরির ঘটনায় মাধবপুর থানায় একটি মামল রুজু হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (১১ আগস্ট) ভোররাতে উপজেলার তিনগাঁও এর মৃত শমসের আলীর পুত্র আবু হারিছের গোয়াল ঘরের দরজা কেটে ৩টি গাভী ও ১টি বাছুর চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। গরুগুলোকে একটি মিনি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় থানার এএসআই নাসির উদ্দিন মনতলা-মাধবপুর সড়কের সেওলিয়া ব্রিজের কাছে ট্রাকটি আটক করেন।

এ সময় গরু চোর আরিছপুর গ্রামের মৃত ছোয়াব আলীর পুত্র বাছির মিয়া(৫৫)কে আটক করলেও চালক দৌঁড়ে পালিয়ে যায়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন- ধৃত গরু চোরের রিরুদ্ধ মামলা রুজু হয়েছে। পলাতক গরুচোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।