ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

রাজশাহীতে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফার উদ্যোগে জাতীয় শোক দিবস ও ১৫ আগষ্টের সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও এক হাজার গরীব দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট ( রবিবার) দুপুর ১ টায় শাহমুখদুম থানা সংলগ্ন শাহ্ মুখদুম সমাজ কল্যান সোসাইটিতে এই দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং নগর পিতার সুযোগ্য কন্যা ড. আনিকা ফারিয়া জামান অর্ণা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কারনে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তারই আদর্শকে রূপদান দিতে মরিয়া হয়ে কাজ করে চলেছে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশে যে মহামারি চলছে সেখানে জননেত্রীর নির্দেশে আজ ঘরে ঘরে খাবার পৌছে দিয়ে মানবতার মা পরিচয় দিয়েছে।

আগামীতেও আওয়ামী লীগ ছাত্রলীগ জনগনের পাশে থাকবে ইনশাল্লাহ। পরবর্তিতে ১৫ আগষ্টের সকলে শহীদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও খাবার বিতরণ করে অনুষ্ঠান থেকে বিদায় নেন। এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সহ-সভাপতি কল্যান কুমার জয় সহ সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ।