ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১ , আজকের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃবেল্লাল হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী
পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টার সময় র‌্যালি, পথসভা, দোয়া ও মুনাজোতের আয়োজন করাহয় । সাইকেল র‌্যালিটি দশমিনার নলখোলা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অস্থায়ী কার্যালয় শেষ হয়।

নলখোলা বন্দর অস্থায়ী কার্যালয়ের সামনে পথ সভায় ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃইমাম হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক হাসান মাহমুদ প্রমূখ। পরে দোয়া ও মুনাজাত এবং দশমিনা নলখোলা ব্রীজের ভাঙ্গনে বালির বস্তা ফেলে যান চলাচলের ব্যবস্থা করা হয়।