ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোজ আনজীরা

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে আনজীরা খাতুন (৩৫) নিখোজ হয়েছে বলে জানান এলাকাবাসী।

আনজীরা খাতুন দৌলতপুর সীমান্তের ধর্মদহ গ্রামের আকালী কারীগরের মেয়ে। বিকেল ৪(চার ) ঘটিকার সময় বাড়ীর পাশে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গেলে  স্রোতে  নদীতে তলীয়ে যায়। এলাকাবাসীর চেষ্টায় নদীতে খোজাখুজি চলছে। এলাকাবাসী জানান ফায়ার সার্ভিস টিমকে অবগত করা হয়েছে, তারা আসবে বলে জানান। আনজীরা খাতুন তিন সন্তানের জননী, সে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের মৃত আনারুল ইসলামের স্ত্রী।

স্বামী আনারুলের মৃত্য হয় তিন বছর আগে, অভাবের তাড়নায় দু‘ বছর আগে আনজীরা চলে আসে বাবার বাড়ীতে। তিন সন্তান সহ মেয়ে আনজীরা খাতুন এর ভোরণ-পোষনের দায়ীত্ব নেন বাবা আকালী কারিগর। প্রতিবেদন লেখা পর্যন্ত আনজীরা খাতুনকে নদীতে খুজে পাওয়া যায়নি।