ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

বানিয়াচংয়ে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ ভন্ডুল, দেশীয় অস্ত্র উদ্ধার

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থেকে রক্ষা পেলেন গ্রামবাসী। রোববার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত বাগহাতা গ্রাম থেকে সংঘর্ষের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

সূত্রে জানা যায়, উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে জাহাঙ্গির মিয়া ও মৃত ফরিদ মিয়ার ছেলে তোফায়েল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশনায় এবং এস আই ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ভন্ডুল এবং বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ফিকলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, থানা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা রোধকল্পে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হউক কাউকে ছাড় দেয়া হবে না।