ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

হবিগঞ্জে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে জাতির জনক’র মোড়াল উদ্বোধন

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে আন্তর্জাতিক মানের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়াল উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ লা সেপ্টেম্বর) সকালে এ মোড়ালের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম,দ্যা প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও ভার্চুয়ালি আলোচনায় অংশ গ্রহণ করেন রিসোর্টের কো-চেয়ারম্যান বিচারপ্রতি মাইনুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গির কবির নানক বলেন, জাতির জনকের জন্ম শতবার্ষিকীতে প্যালেস কর্তৃপক্ষ ‘বঙ্গন্ধুর মোড়াল’ স্থাপন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রিসোর্টটি হবিগঞ্জকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে। চা-বাগান অধ্যুষিত পাহাড়ের পাদদেশে মনোরম পরিবেশে অবস্থিত এ রিসোর্টের জন্য পর্যটকদের কাছে হবিগঞ্জ এখন স্বপ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।