ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে শিউলি নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে শিউলি নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ শিউলি উপজেলার ছিলিমপুর গ্রামের বাদল হোসেনর স্ত্রী। রবিবার দিবাগত-রাত আনুমানিক ১২টার পর এ ঘটনা ঘটে।

সোমবার ভোরে স্হানীয় পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শিমুল গৃহবধূর নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এরপর ময়না তদন্তের জন্য লাশটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাসির উদ্দিন বলেন, গৃহবধূর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।