ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বেনাপোলে ৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তে র‌্যাবের অভিযানে ৪ কেজি গাজাসহ হাসান আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার দুপুরে বেনাপোলের মানকিয়া এলাকার নূর খানের চালানী ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)’র সদস্যরা।

আটককৃত হাসান আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া-মানিক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এ বিষয়ে যশোর র‌্যাব-৬’র কোম্পানী কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বাহাদুরপুর এলাকার মানকিয়া নূর খানের চালানী ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাজাসহ হাসানকে হাতেনাতে আটক করা হয়।

পরে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণী ক্রমিক ১৯(ক) ধারায় মামলা রুজু করে তাকে উদ্ধারকৃত আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।