ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুরে চাঞ্চল্যকর বোমা বিষ্ফোরণ মামলার আসামী গ্রেফতার

দৌলতপুর প্রতিনিধি: গত ১৯-০৮-২০২১ ইং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামস্থ মোঃ আবু বক্কর এর বসতবাড়ীতে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বোমা তৈরির প্রধান কারিগর মোঃ আবু বক্কর (৩২) বিষ্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দৌলতপুর থানা পুলিশ বাদী হয়ে আবু বক্কর সহ মোট ১৩ (তের) জন ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৮, তারিখ-১৯/০৮/২০২১, ধারা- ১৯০৮ সালের বিষ্ফোরকদ্রব্য আইনের ৩/৪/৫/৬।

ঘটনার পর র‌্যাব আসামীদের গ্রেফতারে অভিযানে নামে। এরই প্রেক্ষিতে অদ্য ইং ২০-০৯-২০২১ তারিখ আনুমানিক ১১.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল উক্ত মামলার এজাহারনামীয় ৮নং পলাতক আসামী মোঃ আশিক (২২), পিতা- সালাম মন্ডল, সাং-বিলগাথুয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’ কে আত্মগোপনে থাকা অবস্থায় দৌলতপুর থানার বিলগাথুয়া গ্রামের মরিচ বাগান হতে গ্রেফতার পূর্বক দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।