ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ , আজকের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ট্রেনে ডাকাতির ঘটনায় জরিত ৫ জন ডাকাত গ্রেফতার

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: গত ২৩ সেপ্টেম্বর ২০২১ রাত অনুমান ০৯ঃ৫০ ঘটিকার সময় ঢাকা হতে জামালপুর দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেন জামালপুর স্টেশনে পৌঁছালে ট্রেনের যাত্রিরা ট্রেনের ছাদ থেকে রক্ত গড়িয়ে পরতে দেখেন এই তথ্যের ভিত্তিতে ট্রেনের ছাদ থেকে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করা হয়।

আহতদের তাৎক্ষনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্য রত ডাক্তার ২ জনকে মৃত ঘোষণা করে।যাত্রীদের ভাষ্যমতে,ডাকাতির মাধ্যমে তাদের হত্যা করা হয়।উক্ত ঘটনা সংগঠনের সাথে সাথেই র‍্যাব-১৪,ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন,পারপার্শ্বিকতায় বিচার ও নিহতদের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিবিড় তদন্ত পূর্বক র‍্যাব-১৪ ঘটানার রহস্য উন্মোচন করে।

এই ধারাবাহিকতায় র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে খুন সহ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ১/ আশরাফুল ইসলাম স্বাধীন (২৬)-কে ময়মনসিংহের শিকারীকান্দা এলাকাথেকে বিশেষ অভিযানের মাধ্যমে অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাত আনুমানিক ১ঃ০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে লুন্ঠন হওয়া মোবাইল ফোন গুলো উদ্ধার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে চেইন অপারেশনের মাধ্যমে ঘটনার সাথে জড়িত অপর আসামি ২/মাকসুদুল হক রিশাদ (২৮), পিতা-মুঞ্জু সাং-বাঘমারা, ৩/মোঃহাসান (২২),পিতা-ছাব্বির খান,সাং -বাঘমারা, ৪/ রুবেল মিয়া (৩১), পিতা-মৃত আশরাফ আলি, সাং-ধামাই, ৫/মোহাম্মদ (২৫), পিতা-সাব্বির খান,সাং-বাগমারা, থানা কোতুয়ালী জেলা-ময়মনসিংহ।

উক্ত ডাকাত দলের ০৫ সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো জায়গা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশিয় অস্র উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।