দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ৯শ’ কৃষককে ৪ হাজার ৫শ’ কেজি উন্নত মাস কলায় বীজ এবং প্রতি জনকে ১৫ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় সকালে দৌলতপুর কৃষি অফিস চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক বিতরণ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মালেক সহ অন্যান্যরা। উপজেলার ১৪ টি ইউরিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনার বীজ ও রাসায়নিক সার হস্তান্তর করা হয়।
Print [1]