ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মহাদেবপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গতকাল সোমবার থানার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) এটিএম মাইনুল ইসলাম।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক প্রভাত ব্যাণার্জী, সফাপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি দ্বিজেন মাষ্টার, এসআই আবু রায়হান সরদারসহ উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। উল্লেখ্য, এবার উপজেলায় ১’শ ৫৮টি দূর্গা মন্দিরে পূজা উদযাপন হতে যাচ্ছে।