ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

খুলনার দাকোপে পানখালী নদী ভাঙনে ভেড়িবাঁধের ৫০ গজ পশুর নদী গর্ভে বিলীন

মনিরুল ইসলাম মনি, দাকোপ(খুলনা)প্রতিনিধিঃ খুলনার দাকোপে পশুর নদীর প্রবল জোয়ারের তোড়ে দাকোপের পানখালীর খলিশা সুলুইস গেটের উত্তর পাশে পাউবোর ৫০ গজ ওয়াপদা বেড়িবাঁধ পশুর নদী গর্ভে বিলীন।

অর্ধশত পুকুরের সাদা মাছসহ তলিয়ে গেছে প্রায় শত শত বিঘা আমন ফসলের ক্ষেত। ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। ভাঙন রক্ষায় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদেন সহাতায় নির্মাণ কাজ চলমান রয়েছে।

সরেজমিনে ঘুরে ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানাগেছ, ৬ অক্টোবর বুধবার বেলা আনুঃ ১১ টায় উপজেলার পানখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৩১নং পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার খলিশা ¯øুইচ গেটের উত্তর পাশে বেড়িবাঁধের ৫০ গজ বেড়িবাঁধ রাস্তা পশুর নদীর জোরের তোড়ে নদী গর্ভে বিলীন হয়েছে।

নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় পানখালীর খলিসা, পানখালী মধ্যে পাড়া ও পূর্ব পাড়া গ্রামে অর্ধশত পুকুরের সাদা মাছসহ তলিয়ে গেছে শতশত বিঘা আমন ফসলের ক্ষেত। বধুবার বিকালে ৪ টায় ভাঙন কবলিত ওয়াপদার বেড়িবাঁধের ভাঙন অংশে রিং বাঁধ নির্মান কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ববধায়ক প্রকৌশলী মোঃ শফি উদ্দিন।

এ সময় উপিস্থত ছিলেন পানি উন্নয়ন বোর্ডর উপ বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার, দাকোপ সহকারী প্রকৌশলী মধুসুধন মল্লিক, পানখালী ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ছাব্বির আহমেদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম শেখ প্রমুখ।