ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

কুষ্টিয়া দৌলতপুরে পরকীয়া প্রেমে প্রাণ গেল ​যুবকের

ডেইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়া দৌলতপুরে পরকীয়া প্রেমে প্রাণ গেল ​যুবকের, শনিবার সকাল সাড়ে ১০ সময় দৌলতপুর গার্লস কলেজ মোড়ে পরকীয়ার সূত্র ধরে, প্রেমিকার বাসায় প্রবেশ করে মনিরুজ্জামান সুরুজ (৩৫) নামে এ যুবক।

প্রেমিকার স্বামী সুমন আলীর অবর্তমানে  তার ভাড়া থাকা বাসায় প্রবেশ যুবক সুরুজ, এসময় সুমন আলী হঠাৎ করে বাসায় ঢুকে তার স্ত্রী সীমা ও সুরুজকে একসাথে দেখে ফেললে মনিরুজ্জামান সুরুজ ঘর থেকে পালিয়ে ছাদে যায় এবং ছাদ থেকে লাফ দিয়ে নীচে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সুরুজের মৃত্যু হয়। নিহত সুরুজ দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,  সুমন আলীর স্ত্রী সীমার সাথে মনিরুজ্জামান সুরুজের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল সীমা ও সুরুজকে একসাথে দেখে ফেলাই, সুরুজ ঘর থেকে পালিয়ে ছাদে যায় এবং ছাদ থেকে লাফ দিয়ে নীচে পড়ে গুরুতর আহত হয়।

দূঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার উপ-পরিদর্শক অরুন জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে মনিরুজ্জামান সুরুজ নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।