ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১ , আজকের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ২০০ চারাগাছ রোপন ও বিতরণ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ২০০ গাছের চারা রোপন ও বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার। সোমবার বিকেলে ক্লাবটির অক্টোবর সেবা মাস উপলক্ষে খাতামধুপুর ইউনিয়ন চত্বরে এ গাছের চারাগুলো রোপন করা হয়।

এ উপলক্ষে ওই ইউনিয়ন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দীন বেগ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, সহকারী প্রধান শিক্ষিক আতাউর রহমান, সহকারী শিক্ষক রেজাউল হক, শেখ আবু জাবেদ টিটু, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কফিল উদ্দিন চৌধুরী, লায়ন গোলাম রুবায়েত মিন্টু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল লতিফ।