ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নওগাঁ মহাদেবপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আল আমিন (১৬) নামে এক স্কুল ছাত্র কিশোর আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় মহাদেবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সে উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দ জয়পুর গ্রামের অবির আলমের ছেলে ও মর্তুজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সকালে আল আমিনকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তার অভিভাবকেরা স্কুলে পাঠায়। দুপুরের পরও সে বাড়িতে ফিরে না আসায় তার পিতা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে স্কুলে যাবার মাঝপথে একটি পুরাতন জঙ্গলা পুকুর পাড়ে একটি গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পান।

পরে তার লাশ নামিয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন ছিলনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।