ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১ , আজকের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

বিসর্জন ঘাটের প্রস্তুতি পরিদর্শনে মসিক মেয়র ইকরামুল হক টিটু

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আজ বিকেল সাড়ে ৪ টায় কাচারি ঘাটে নির্মিতব্য বিসর্জন ঘাটের প্রস্তুতি পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র উপস্থিত জেলা প্রশাসন ও আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, আমরা বিসর্জন ঘাটকে সুন্দর উপস্থাপনের সবাত্মক চেষ্টা আমরা করছি। সবাই যেন নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে বিসর্জন সম্পন্ন করতে পারে তা নিশ্চিতে আমরা কাজ করছি। বাকি যে সময়টুকু আছে এর মধ্যে বিসর্জন ঘাট প্রস্তুতির সকল আয়োজন আমরা শেষ করবো। এ সময় মেয়র শারদীয় দুর্গোৎসবকে নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট তপন দে এবং সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, দুর্গাবাড়ি ধর্মসভার সম্পাদক শংকর সাহা, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সেপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহাব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।