ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

পটুয়াখালীতে সরকারী কলেজের বেসরকারী কর্মচারীদের মানববন্ধন 

পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা: বাংলাদেশ সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে অর্ন্তভূক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত। আজ ৩০ অক্টোবর শনিবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত সারাদেশের ন্যায় পটুয়াখালী সরকারী কলেজের প্রধান গেইটে সরকারী কলেজে কর্মরত শতাধিক বেসরকারী কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করে।

এ সময় দেশের ৩৪৪ টি সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদেরকে রাজস্বখাতে অর্ন্তভূক্তকরনসহ বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন সরকারী কেলজের বেসরকারী কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি মোঃ শাহ আলম, বর্তমান কমিটির সভাপতি আঃ গনি খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সালাম, সদস্য মোঃ রফিক, আসমা বেগম, সুমন জোমাদ্দার, শংকর প্রমুখ।

বক্তারা তাদের প্রানের দাবী, বাচাঁর দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কাছে জোরদাবী জানান।