ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

দৌলতপুরে নাসির উদ্দীন বিশ্বাস কল্যান ট্রাস্টে’র উদ্যোগে ২দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

খোকন দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে নাসির উদ্দীন বিশ্বাস কল্যান ট্রাষ্টের উদ্দোগে ৩১ আক্টোবর রোববার ও ১ নভেম্বর সোমবার -২ দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে, সকাল ৯টা থেকে দিন ব্যাপি এ কার্যক্রম চলবে সোমবার পর্যন্ত। ডাঃ নাহিদ মুরাদ ও ডাঃ অপূর্ব পাল রোগীর প্রাথামিক চিকিৎসা সেবা দিচ্ছেন।

প্রথম দিন নতুন ভর্তি রোগী সংখ্যা ১৫০০, অপারেশন রোগী ৭০০ রেখে অবশিষ্টদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাসির উদ্দীন বিশ^াস কল্যাণ ট্রাস্ট চক্ষু শিবিরের যাত্রা শুরু ১৯৯২ সাল থেকে, প্রতি বছরে ২ থেকে ৩ বার চক্ষু চিকিৎসা ব্যবস্থা করে থাকেন। চোখে ছানি পড়া রোগীদের বিনা মূল্যে খুলনা বি.এন.এস.বি. হাসপাতালে বাসে নিয়ে যাওয়া হয় এবং লেন্স সংযোজন করা হোলে বাসে করে ফেরৎ আনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তা হাবিবুর রহমান জানান রোগীদের লেন্স সংযোজন করার জন্য খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপালে নেওয়া হয় এবং লেন্স সংযোজন করে হাসপাতালের নিজ বাসে ফেরৎ আনা হয়। নাসির উদ্দীন বিশ্বাস কল্যান ট্রাস্ট নাসির গ্রুফের একটি সেবা মূলক প্রতিষ্ঠান।