ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
খুলনায় মসজিদের দানের নামে প্রতারণরা ফাঁদ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত মান্দায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও  হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা  পৌর বিএনপির সাধারন সম্পাদকের কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ। নারায়ণগঞ্জ-৪ আসনে পিছিয়ে নেই হাতপাখা ; ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর প্রচারণা অব্যাহত  কুষ্টিয়ায় ৪৭ বিজিবির উদ্যোগে সীমান্ত সুরক্ষা বিষয়ে মতবিনিময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনা কাপ্তাই হ্রদের কচুরিপানা এবার সম্পদে: ভাসমান কৃষিতে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় নারীরা কালীগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ’মুক্তি কামনায় আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাতের আধারে কৃষকের পাকা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া সদর উপজেলা ভবানীপুর গ্রামে রাতের আধারে প্রায় ৩ বিঘা জমির পাকা ধান কেটে নিয়েছেন দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ৩০ অক্টোবর দিবাগত রাত নয়টার দিকে কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। রাতের আধারে প্রায় ৩ বিঘা জমির পাকা ধান কেটে নিয়েছেন। সরজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগী কৃষক সাইফুল ইসলাম বলেন, আমরা কৃষক মানুষ আমরা জমিতে ধান আবাদ করে আমাদের জীবিকা নির্ভর করে কিন্তু আজ এ কি হলো যার ওপর আমরা নির্ভরশীল সারা বছরের আহার মিটায় তা আজ অনায়াসে রাতের আধারে এই এলাকার কিছু ব্যক্তি পূর্বশত্রুতার জের ধরে ধানের মাথাসহ কেটে নিয়ে গিয়েছে।

তিনি আরো জানান জানান, ভুক্তভোগী শুধু আমি একা না একই গ্রামের ১.আবদুল মসজিদ (৫৫) ৩ দাগে ২বিঘা ২.মজনু মন্ডল (৫২) মৃত,এলেম মন্ডল ১০কাঠা ৩.ওমির হোসেন (৪০) মৃত সদর উদ্দিন ৭ কাঠা,৪.নুরু জর্দার (৫৫) মৃত:খোলাফত আলী, ৫ গোলাম সারোয়ার (৫২) ৬ কাঠা, ৬ রাশিদুল ইসলাম (৩৫) মৃত: ইয়াকুব আলী ৫ কাঠা, ৭ আব্দুল ওয়াহেদ পরামানিক (৬০) মৃত:আতর আলী (৬০) ৭ কাঠা, ৮ মাসুদ মন্ডল (৪০) ৪ কাঠা মৃত: ইয়াকুব মন্ডল ৯.সাইফুল ইসলাম (৪৮) মৃত: হাসিবুর রহমান ২ বিঘা. এরা সবাই ভুক্তভোগী। তাই আমরা চাচ্ছি আর যেনো আমাদের কোন ধরনের ক্ষয়ক্ষতি না হয়।

সর্বশেষ, ভুক্তভোগী কৃষকেরা সবাই বলে, সাইফুল যা বলেছে তা সবই সত্যি তাই আমরা এখন চায়,ছেলে-মেয়ে নিয়ে শান্তিতে বসবাস করতে। ক্ষতিগ্রস্থ কৃষক সাইফুল ইসলাম কুষ্টিয়া মডেল থানা তে অভিযোগ দায়ের করেন মৃত তোয়াজ শেখের ছেলে রাশিদুল, কুদ্দুস সকাতীর ছেলে লাবু সখাতী, মনির সকাতি , মৃত হারেজ এর ছেলে মুলতান, করিমের ছেলে আনোয়ার, ভাদুর ছেলে শাজাহান গ্রাম ভবানীপুর এদের বিরুদ্ধে লিখিতভাবে কুষ্টিয়া মডেল থানা তে অভিযোগ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদের দানের নামে প্রতারণরা ফাঁদ

রাতের আধারে কৃষকের পাকা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১০:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০

কুষ্টিয়া সদর উপজেলা ভবানীপুর গ্রামে রাতের আধারে প্রায় ৩ বিঘা জমির পাকা ধান কেটে নিয়েছেন দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ৩০ অক্টোবর দিবাগত রাত নয়টার দিকে কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। রাতের আধারে প্রায় ৩ বিঘা জমির পাকা ধান কেটে নিয়েছেন। সরজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগী কৃষক সাইফুল ইসলাম বলেন, আমরা কৃষক মানুষ আমরা জমিতে ধান আবাদ করে আমাদের জীবিকা নির্ভর করে কিন্তু আজ এ কি হলো যার ওপর আমরা নির্ভরশীল সারা বছরের আহার মিটায় তা আজ অনায়াসে রাতের আধারে এই এলাকার কিছু ব্যক্তি পূর্বশত্রুতার জের ধরে ধানের মাথাসহ কেটে নিয়ে গিয়েছে।

তিনি আরো জানান জানান, ভুক্তভোগী শুধু আমি একা না একই গ্রামের ১.আবদুল মসজিদ (৫৫) ৩ দাগে ২বিঘা ২.মজনু মন্ডল (৫২) মৃত,এলেম মন্ডল ১০কাঠা ৩.ওমির হোসেন (৪০) মৃত সদর উদ্দিন ৭ কাঠা,৪.নুরু জর্দার (৫৫) মৃত:খোলাফত আলী, ৫ গোলাম সারোয়ার (৫২) ৬ কাঠা, ৬ রাশিদুল ইসলাম (৩৫) মৃত: ইয়াকুব আলী ৫ কাঠা, ৭ আব্দুল ওয়াহেদ পরামানিক (৬০) মৃত:আতর আলী (৬০) ৭ কাঠা, ৮ মাসুদ মন্ডল (৪০) ৪ কাঠা মৃত: ইয়াকুব মন্ডল ৯.সাইফুল ইসলাম (৪৮) মৃত: হাসিবুর রহমান ২ বিঘা. এরা সবাই ভুক্তভোগী। তাই আমরা চাচ্ছি আর যেনো আমাদের কোন ধরনের ক্ষয়ক্ষতি না হয়।

সর্বশেষ, ভুক্তভোগী কৃষকেরা সবাই বলে, সাইফুল যা বলেছে তা সবই সত্যি তাই আমরা এখন চায়,ছেলে-মেয়ে নিয়ে শান্তিতে বসবাস করতে। ক্ষতিগ্রস্থ কৃষক সাইফুল ইসলাম কুষ্টিয়া মডেল থানা তে অভিযোগ দায়ের করেন মৃত তোয়াজ শেখের ছেলে রাশিদুল, কুদ্দুস সকাতীর ছেলে লাবু সখাতী, মনির সকাতি , মৃত হারেজ এর ছেলে মুলতান, করিমের ছেলে আনোয়ার, ভাদুর ছেলে শাজাহান গ্রাম ভবানীপুর এদের বিরুদ্ধে লিখিতভাবে কুষ্টিয়া মডেল থানা তে অভিযোগ করেছেন।