1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাতের আধারে কৃষকের পাকা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা - dailynewsbangla
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ ভেড়ামারায় ১৬ই জুলাই শহীদ দিবস পালিত  ষাটোর্ধ্ব বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন পাষণ্ড সন্তান লালপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে আটক। ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি রূপগঞ্জ পূনর্গঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ সমাবেশ     বোয়ালমারীর চতুল ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া ফাইল নড়ে না ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

রাতের আধারে কৃষকের পাকা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

কুষ্টিয়া সদর উপজেলা ভবানীপুর গ্রামে রাতের আধারে প্রায় ৩ বিঘা জমির পাকা ধান কেটে নিয়েছেন দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ৩০ অক্টোবর দিবাগত রাত নয়টার দিকে কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। রাতের আধারে প্রায় ৩ বিঘা জমির পাকা ধান কেটে নিয়েছেন। সরজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগী কৃষক সাইফুল ইসলাম বলেন, আমরা কৃষক মানুষ আমরা জমিতে ধান আবাদ করে আমাদের জীবিকা নির্ভর করে কিন্তু আজ এ কি হলো যার ওপর আমরা নির্ভরশীল সারা বছরের আহার মিটায় তা আজ অনায়াসে রাতের আধারে এই এলাকার কিছু ব্যক্তি পূর্বশত্রুতার জের ধরে ধানের মাথাসহ কেটে নিয়ে গিয়েছে।

তিনি আরো জানান জানান, ভুক্তভোগী শুধু আমি একা না একই গ্রামের ১.আবদুল মসজিদ (৫৫) ৩ দাগে ২বিঘা ২.মজনু মন্ডল (৫২) মৃত,এলেম মন্ডল ১০কাঠা ৩.ওমির হোসেন (৪০) মৃত সদর উদ্দিন ৭ কাঠা,৪.নুরু জর্দার (৫৫) মৃত:খোলাফত আলী, ৫ গোলাম সারোয়ার (৫২) ৬ কাঠা, ৬ রাশিদুল ইসলাম (৩৫) মৃত: ইয়াকুব আলী ৫ কাঠা, ৭ আব্দুল ওয়াহেদ পরামানিক (৬০) মৃত:আতর আলী (৬০) ৭ কাঠা, ৮ মাসুদ মন্ডল (৪০) ৪ কাঠা মৃত: ইয়াকুব মন্ডল ৯.সাইফুল ইসলাম (৪৮) মৃত: হাসিবুর রহমান ২ বিঘা. এরা সবাই ভুক্তভোগী। তাই আমরা চাচ্ছি আর যেনো আমাদের কোন ধরনের ক্ষয়ক্ষতি না হয়।

সর্বশেষ, ভুক্তভোগী কৃষকেরা সবাই বলে, সাইফুল যা বলেছে তা সবই সত্যি তাই আমরা এখন চায়,ছেলে-মেয়ে নিয়ে শান্তিতে বসবাস করতে। ক্ষতিগ্রস্থ কৃষক সাইফুল ইসলাম কুষ্টিয়া মডেল থানা তে অভিযোগ দায়ের করেন মৃত তোয়াজ শেখের ছেলে রাশিদুল, কুদ্দুস সকাতীর ছেলে লাবু সখাতী, মনির সকাতি , মৃত হারেজ এর ছেলে মুলতান, করিমের ছেলে আনোয়ার, ভাদুর ছেলে শাজাহান গ্রাম ভবানীপুর এদের বিরুদ্ধে লিখিতভাবে কুষ্টিয়া মডেল থানা তে অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ