ভেড়ামারায় ট্রলির নিচে পড়ে যুবকের মৃত্যু
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর বাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধাক্কায় ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির নিচে পড়ে মহিদুল ইসলাম( ২৬) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে ।
প্রত্যক্ষদর্শী জানায়,শনিবার সকাল ৯ টার দিকে বাহাদুরপুর বাজারের
রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী মহিদুল ইসলাম (২৬)। হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারলে মহিদুল রাস্তায় পড়ে যান। এ সময় ইঞ্জিনচালিত একটি চলন্ত ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত মহিদুল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামের কালাচাঁদ (পোকার) ইসলামের পুত্র ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ‘রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু বুঝে ওঠার আগেই মহিদুলকে ধাক্কা দেন অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এ সময় চলন্ত একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে নিহতের পরিবার কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 








