ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত
হেলাল মজুমদার কুষ্টিয়া
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, সমবায় শক্তি সমবায়ই মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলার সমবায় বিভাগ সমবায়ীবৃন্দ আয়োজিত শনিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হল রুমে ৫৪ তম জাতীয় সমবায় দিবস রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নিবাহী অফিসার রফিকুল ইসলাম,তিনি বলেন এই দিবসের মূল লক্ষ্য হলো সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের উন্নয়নে এর গুরুত্ব তুলে ধরা এবং “সমবায় শক্তি, সমবায়ই মুক্তি” এই স্লোগানটির মাধ্যমে সমবায়কে একটি মুক্তির পথ হিসেবে উপস্থাপন করা। সমবায় সমিতির মাধ্যমে শুধু ঋণ নেওয়ায় কাজ নয়, এখান থকে নিজের ভাগ্য পরিবর্তন হয়। অর্থনীতি হচ্ছে সমবায় সমিতির সঙ্গে অতঃপর ভাবে জড়িত। সিরাজগঞ্জে সমবায় সমিতির মাধ্যমে মিল্ক ভিটা দুধের কারখানা আছে। ঠিক এই ভাবেই আমরা ভেড়ামারাতে সমবায় সমিতির মাধ্যমে বড় কিছু করা যেতে পারে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা আনছার ভি ডি পি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, ভেড়ামারা থানার এস আই রুহুল ইসলাম, সাতবাড়িয়া পানি ব্যবস্হাপনার সমবায় সমিতি লিঃ সভাপতি রবিউল সরকার, উপজেলা কেন্দ্রীয় সমবায এসোসিয়েশন জিকে সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা শাপলা সার্বিক সমবায় লি: এর সম্পাদক মামুন আল ফারুক,উষা ভোগ্যপণ্য সমবায় সমিতি লি: সম্পাদক আল মাহমুদ সুমন, উপস্হাপনায় ছিলেন জাতীয় মহিলা সংস্হার সমন্বয়কারী আসমান আলী, সহ উপজেলা সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 








