ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
হেলাল মজুমদার, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”, “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৪টায় মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন,
“মাদক আজ সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে হবে না, সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা মাদকের তথ্য দিন, আপনাদের নাম গোপন রাখা হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভিন আখতার, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ, এসআই ইকবাল হোসেন, মোকারিমপুর ইউপি সদস্য জান মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার শত শত মানুষ।
সভায় এলাকাবাসী অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কারণে মোকারিমপুর ইউনিয়নে চুরি-ছিনতাই ও অপরাধ বেড়ে গেছে। এমনকি গবাদিপশু ও ঘরের ভেতরের জিনিসপত্র পর্যন্ত রক্ষা পাচ্ছে না। তারা প্রশাসনের কাছে দ্রুত মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 
















