1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বাঘায় দুই পক্ষের মারপিটে আহত ২ - dailynewsbangla
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান–মেম্বার দ্বন্দ্বে ভোগান্তিতে সাধারণ মানুষ ভেড়ামারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ দৌলতপুরে দ্বিতীয় দিনের মতো বন্যাদুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড মহাদেবপুরে ব্রাক “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা “কর্মসূচি অনুষ্ঠিত  ভেড়ামারায়  অভিভাবক সমাবেশ বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন  ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি  আলোচনা সভা ও বৃক্ষরোপণ বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন ভেড়ামারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

বাঘায় দুই পক্ষের মারপিটে আহত ২

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় যানজোটে পড়ে দুই পক্ষের মারপিটে দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে এই মারপিটের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর ছেলে তূর্য রহমান বঙ্গবন্ধু চত্বরে যানজোটে পড়ে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় বঙ্গবন্ধু চত্বরে স্বর্ণ ব্যবসায়ী গাজী জুয়েলার্সের মালিক মখলেসুর রহমান গাজী নিজ বাড়ি পাকুড়িয়া ইউনিয়নের দাঁড়পাকুড়িয়া গ্রামে যাওয়ার পথে ধাক্কা লাগে।

এতে মখলেসুর রহমান গাজী ছিঁটকে পড়ে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে তূর্য রহমানকে বেধম মারপিট করা হয়। পরে তূর্যের কিছু বন্ধুদের সাথে নিয়ে চক ছাতারী হাফিজিয়া মাদ্রাসার সামনে যায়। এ সময় তাদের দেখে গাজী চক ছাতারী গ্রামের আসলাম উদ্দিনের বাড়িয়ে আশ্রয় নেয়। সেখানে মারপিটের বিষয়টি জানতে চায়। এ সময় গাজী একটি হাসুয়া নিয়ে দক্ষিণ গাওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তন্ময় রহমানকে (১৪) বাম হাতের বাহুতে কোপ দেয়। এই হাসুয়ার কোপে তন্ময়ের হাতের মারাত্বক জখম হয়। পরে গাজীকেও মারপিট করে আহত করা হয়। এ সময় আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত ডা. সাবিহা আফরোজ লিজা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে মখলেসুর রহমান গাজীর বড় ভাই পাকুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান লোকমান বলেন, গাজী আমার ছোট ভাই। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

তন্ময় রহমানের পিতা সিরাজুল ইসলাম বলেন, ছেলের বন্ধু তূর্যকে গাজী নামের এক ব্যক্তি মারপিট করায় তার কাছে জানতে গিয়েছিল। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক যুবাইদুল রহমান বলেন, আমার বাড়ি সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ