মহাদেবপুরে ব্রাক “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা “কর্মসূচি অনুষ্ঠিত
মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মহাদেবপুরে ব্রাক “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা “কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৯আগস্ট) বিকাল সাড়ে চারটায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে স্বপ্ন সারথী দলে ২৬ তম সেশন “এসো আবেগের যত্ন নেই” এই স্লোগানকে সামনে রেখে সেশনটি পরিচালনা করেন ব্র্যাকের অফিসার(SELP) সাদিয়া শারমিন।
উক্ত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো.আরিফুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা ব্যবস্থাপক(টেকনিক্যাল) মো.খন্দকার আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমী সুপারভাইজার ফরিদুল ইসলাম। সেশনে ইউএনও মো.আরিফুজ্জামান কিশোরীদের আবেগ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিয়েছেন। তাদের স্বপ্ন পূরণ করতে কিভাবে চলতে হবে সে বিষয়েও মূল্যবান বক্তব্য দেন এবং নিজের পায়ে দাঁড়াতে হবে সুন্দর ভাবে পরিচালনা করতে হবে, খেলাধুলা করতে হবে, নিজের লক্ষ্য পূরণের জন্য অটুট মনোবল রাখতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, এসকল বিষয়ে কিশোরীদের নিয়ে আলোচনা সমালোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথি ব্রাকের এই SELP প্রোগ্রাম নিয়ে অনেক খুশি হন।