1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় এম্বুলেন্সএ স্ত্রীর লাশ রেখে স্বামী উধাও। - dailynewsbangla
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে হিজড়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২, অপহরণের অভিযোগ শার্শার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাহ উদ্দিন বোয়ালমারীতে ১০২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ  উপজেলা প্রকৌশলীর  বিদায় ও সম্বর্ধনা  অনুষ্ঠিত বোয়ালমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ ভেড়ামারায় জানালার গ্রিল কেটে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  নাগরপুরে অবৈধ বালু উত্তোলন অভিযান চলমান থাকবে ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান ঘোড়াঘাটে এক ব্যবসায়ীর ৫ টি গরু চুরি বোয়ালমারীতে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেট কার ছিনতাই লালপুরে ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে  বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

দশমিনায় এম্বুলেন্সএ স্ত্রীর লাশ রেখে স্বামী উধাও।

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২

বেল্লাল হোসেনদশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট থেকে এক এক গৃহবধূর লাশ এম্বুলেন্সএ রেখে স্বামী পালানোর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জান যায়, শুক্রবার ভোরে রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চ ঘাট এলাকায় ঢাকা নারায়গঞ্জ থেকে আসা একটি এম্বুলেন্স(ঢাকা মেট্রো ৭৪-০১৭১) ডিসি সড়কে দাড়িয়ে আছে। পরে স্থানীয় লোক জন এম্বুলেন্স ড্রাইভারকে জিঞ্জসা করলে বলে এর মধ্যে লাশ আছে। কার লাশ কোথায় যাবে কে আনছে তা জিঞ্জাসা করলে সঠিক তথ্য দিতে না পারায় স্থানীয় লোক জন দশমিনা থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ও এম্বুলেন্স এর ড্রাইভারকে আটক ও এম্বুলেন্স জব্দ করে।

উদ্ধার গ্রহবধূ উপজেলার চরবোরহান ইউনিয়নের ফেরকান গাজীর মেয়ে আনাœ(২২)

মোঃফেরকার গাজী বলেন, আমার মেয়ে ঢাকায় একটি গারর্মেন্সে চাকুরি করেন । গত ২ বছর আগে আমার মেয়ের (আন্না) সাথে বিবাহ হয় । ছেলের নাম নিরব ঢাকার নারায়ঞ্জ থাকে। গত রাতে( বৃহস্পতিবার) নিরব আমাকে ফোন করে জানান আপানার মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। নারায়গঞ্জ জেনারেল হাসপাতাল থেকে দশমিনার উদ্দেশ্যে আসতেছি এর বিেশ কিছু জানায়নি।

এম্বুলেন্স ড্রাইভার আসরাফ বিন বলেন, আমাকে মোঃনিরব ঢাকার নারায়গঞ্জ থেকে দশমিনার উদ্দেশ্যে ভাড়া করে । নারায়গঞ্জ জেরারেল হাসপাতাল থেকে লাশ নামিয়ে গাড়ীতে তুলে রওয়া দেই সকাল ৪ টায়(শুক্রবার) উপজেলার আউলিয়াপুর লঞ্চ ঘাট আসলে নিরব বলে চলে এসেছি, ট্র্যলার আসতেছে আপনি গাড়িতে বসেন। আমি ওয়াশ রুম থেকে আসি। তার পর কিছু সময় পর নিরবকে ফোন দিলে বন্ধ বলে। নিরব আসেনি সকাল হয়ে গেছে লাশ গাড়িতে রেখে আমি কোথাও যাইনি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সকাল ৫ টায় লোক জনের খাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের প্রাথমিক সুরাতহাল করা হয় । ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনালে হাসপাতালে পাঠানো হয়েছে । এম্বুলেন্স জব্দ ও ড্রাইভারকে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ