মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় প্রশাসনের উদ্যেগে ৩১মে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে দশমিনা সিপিপি সদস্যদের সংবর্খনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও)মো.মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপপরিচালক শাহবুদ্দিন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃজাফর আজমেদ, বাশঁবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান কাজী আবুল কালাম, উপজেলা সিপিপি প্রশিক্ষক পাভেবেল মাহমুদ, সিপিপি সভাপতি আবদুল হাইসহ বিভিন্ন ইউনিটের সিপিপি সদস্য গন।
জানা যায়, বিশ্ব যখোন কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাসে জন জীবন বিচ্ছিন্ন তখোন সাধারন জন গনের বিভিন্ন সমস্য সমাধানে উপজেলার জনগনের পাশে প্রশাসনের সকল সহয়তা পৌছে দেয় সিপিপি সদস্য গন। বাংলাদেশে যখোন কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্য বৃদ্ধি পেতে থাকে তখোন বাংলাদেশ সরকার লকডাউন ঘোষনা করে । তখোন সরকার প্রদেয় খাদ্য সহয়তা সহ সকল প্রকার মানবিক সহায়তা দশমিনা উপজেলার সিপিপি সদস্য গন পৌছে দিয়ে আসতো অসহায়দের ঘরে । কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সার্বক্ষনিক খোজ খবর নিয়ে প্রশাসনকে অবহিত করতো সিপিপি সদস্য গন। দশমিনা উপজেলা প্রশাসন করোনা সময় কালে বিশেষ অবধান রাখায় সিপিপি সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
সিপিপি ইউনিট সদস্য নুরুল হক হাওলাদার বলেন, উপজেলায় সিপিপি সদস্য গন প্রাকৃতিক সকল দৃর্য়োগ মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবসময় প্রস্থুত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোভিড-১৯ মাহামরি করোনা ভাইরাসে আক্রান্তের সময় কালে দশমিনা জনগনের পাশে থেকে সিপিপি সদস্যদের অবধান কোন বিনিময় হয়না । আজকের এ সংবর্ধনা আগামীর সকল দুর্য়োগে জনগনের পাশে থেকে রাস্ট্রীয় সকল কাজে উৎসাহ দান।