আশিকুর রহমান রনি
ব্রাহ্মণবাড়িয়া ( আশুগঞ্জ ) প্রতিনিধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সম্পত্তি বিরোধীদের জেরে মিথ্যা ধর্ষণ মামলা করেছে বলে অভিযোগপাওয়া যায় , সোহাগপুর নিবাসী মৃত আব্দুল জলিলের পুত্র তাজুল ইসলাম বলেন , বিবাদীপক্ষ হুমায়ুন ,হারুন মিয়ার কাছ থেকে ২০০৫ সনে আমি জায়গা করি । জায়গা রেজিস্ট্রি করার সময় দাগ নাম্বার ভুলদিয়ে রেজিস্ট্রি করে দিয়েছে আমাকে । পরবর্তীতে সংশোধনীর দলিল করতে অতিরিক্ত খরচ চাইলে িআমার সাথে ঝগড়া বাধে। উল্লেখিত আমার সঠিক পরিমাণের জায়গা আমাকে না বুঝিয়ে দিয়েই সংশোধিতদলিল সম্পূর্ণ করেন । উক্ত জায়গা মাপঝোক নিয়ে বিভিন্ন সময় হারুন মিয়ার সাথে আমাদের দেনদরবার চলে আসছিল । এই ঘটনার সূত্র ধরে হারুন মিয়ার মেয়েকে বাদী করে নারী ও শিশু নির্যাতনেরমামলা আমাকে মিথ্যা আসামি করা হয় । মামলার কাগজপত্র ও আলামত পর্যালোচনা করে দেখা যায় ,বাদীপক্ষ মামলা করেছেন দর্শন মামলা কিন্তু কোন মেডিকেল সার্টিফিকেটেই ধর্ষণ হয়নি বলে জানাযায় কাগজপত্র দেখে । কিন্তু বাদী পক্ষ এ মিথ্যা মামলা উঠানো মারফত বিবাদী মোহাম্মদ তাজুলইসলামের কাছে ১০ লক্ষ টাকা রফা দাবি করেন । মামলার বাদী গ্রামযাত্রা পূর্ণ নিবাসী সোহাগ মিয়ারস্ত্রী শিল্পী বেগমের এজাহার সূত্রে জানা যায় , কন্যা সামিয়া (৫) কে বিবাদীর বসত ঘরে ১০ টাকারপ্রলোবন দেখিয়ে গত ১২/১২ /২০২১ ইং তারিখ অনুমান ১১.০০ মিনিটে ঘটিকার মধ্যে যেকোনো সময়েবিবাদী তাজুল ইসলাম প্রকাশের তাজু মিয়া তার মেয়েকে বিল্ডিং রুমে নিয়ে দশ টাকার বিনিময়ে ধর্ষণকরেন ।