বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার ৪১টি পূজা মন্ডপে এ বছর শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪১টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক বলেন, উপজেলায় মোট ৪১টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল পূজা মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। এবং পূজা মন্ডপ এর সমস্ত কার্যক্রম সিসি ক্যামেরার আওতায় রাখাসহ ভিডিও রেকর্ডিং ব্যবস্থার জন্য পূজা উদযাপন পরিষদের নেত্রীবৃন্দদের কে বলা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজার শুরুর দিন থেকে শেষদিন পর্যন্ত প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক সদস্য নিয়োজিত করে ২৪ঘন্টা নিরাপত্তার জন্য বলা হয়েছে। কেউ যদি আইনশৃংখলা ভঙ্গ করে তাকে ছাড় দেওয়া হবে না। তাকে কোন শক্তিই আইনীর হাত থেকে বাঁচাতে পারবে না।