মোঃবেল্লাল হোসেন দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখলী জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ জেলা পর্যায় শ্রেষ্ঠত্ব পেলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলাল।
জানা যায় পটুয়াখলী জেলায় মোট উপজেলা ৮ টি। বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শিক্ষার মানউন্নয়নে জেলা প্রশাসকের নির্বাচন কমিটি দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ পদকে ভূষিত করেন।
গত ২২ সেপ্টেম্বর শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা আকতিয়ার রহমান এর স্বাক্ষরিত এ পদক ষোষনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এ অর্জন আমার না। উপজেলার। শিক্ষার মানউন্নয়নে এবং ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ের ফিরিয়ে গুনগত শিক্ষায় শিক্ষিত করার অপ্রান চেষ্টা করছি।