মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
মা ইলিশ প্রজনন সময় কালে গত মঙ্গলবার রাতে উপজেলা নৌ পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে তেঁতুলিয়া নদীতে অবৈধ প্রবেশ করে মা ইলিশ ধরার সময় তিন জেলে আটক, দুটি ট্রলার ও ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটক কৃতরা হলেন ভোলা জেলার লালমোহন উপজেলার দেবিরচর এলাকার মৃত.সামসুল মল্লিকের ছেলে মোঃ আকবর(৫২), মৃত. কাশেমহাওলাদারের ছেলে মোঃ বজলু হাওলাদার(৩৫), মৃত. মোসলেম খাঁর ছেলে মোঃ বেলাল খাঁন(৩০)
আটককৃরতের মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ সনের ৫ এর ২(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করে পটুয়াখালী জেল হাজতে প্রেরন করা হয়।
নৌ পুলিশ ফারি ইনচার্জ (এসআই) সুরুজ বলেন, মা ইলিশ প্রজনন সময় কালে মঙ্গলবার বিকেল তেঁতুলিয়া নদীতে টহল সময় অবৈধ মাছ শিকারের সময় নৌ পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য মেরিন ফিসারিস নামুল হোসেনের যৌথ অভিযানে পরিচালনা করে তিন জন জেলে আটক, দুটি ট্রলার ও ২ লক্ষ মিটার জালব্দ করি। আটক তিন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। এ অভিযান ২৮ অক্টোবর পর্যন্ত নিয়মিত অব্যহত থাকবে।