মো. আশিকুর রহমান রনি,
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে ২নং সেতুর সামনে ঢাকাগামী আন্ত:নগর মহানগর গোধুলী ট্রেনের নিচে কাটা পড়ে মাথা ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতের পড়নে ছিল জিন্স প্যান্ট। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছে রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শী শামীমুর রহমান শিশির বলেন, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে ষ্টেশনের দিকে যাচ্ছিলাম। এসময় ঢাকাগামী মহানগর গোধুলী ট্রেনটি স্টেশনের প্রবেশের পূর্বে লাল বাজার রেলগেইটের কাছে এসে বেশ কয়েকটি হুইশেল দেয়। ট্রেনটি চলে যাওয়ার পর লোকজনের শোরগোল শুনে এগিয়ে দেখি একটি লোক কাটা পড়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মোঃ আলীম হোসেন শিকদার বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছে লোকটি ভবঘুরে হিসেবে স্টেশন এলাকায় ঘুরাফেরা করছিল।