মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় শনিবার সকাল ১০ টায় পরিষদ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন কারা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃমেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ।
দিবসটি যথযথ ভাবে পালেন সকাল ৯ টায় পরিষদ চত্বর থেকে বর্ণঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্বরে শেষ হয়। পরে পরিষদ অডিটোরিয়ামে কেককাট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন পালোয়ান, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, রনগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক নাসির সিকদার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়নের গ্রাম পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বর্তমান কমিউনিটি পুলিশের কার্যক্রম মাদক নিয়ন্ত্রন, বাল্যবিবাহ, দুর্যোগ মোকাবেলায় দশমিনা উপজেলায় প্রশংসার দাবি রাখে। কমিউনিটি পুলিশ কর্যক্রমে এলাকায় জনগেনর জান ও মালামাল সুরক্ষা আছে এমনটি বক্তাদের মন্তব্য।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ-পুলিশ পরিদর্শক(এসআই) তৌসিফ।