ফরিদ আহমেদঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি মনিরুজ্জামান, সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুকুল, আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, জহুরুল ইসলাম, আহমেদ, হুমায়ুন কবির, রকিবুল ইসলাম রকি, মায়াবী রোমান্স মল্লিক, রেহানা মজিদ প্রমুখ। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান,সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.এজাজ আহমেদ, খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, প্রকৌশলী ফারুকুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক আমজাদ আমজাদ হোসেন রাজু, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম চুন্নু, যুব ও ক্রীড়া সম্পাদক খোন্দকার ইকবাল মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুনেছা সবুজ, সাধারণ সম্পাদক এ্যাড.সামস তামিন মুক্তি,জেলা যুবলীগের সেক্রেটারি জিয়াউর রহমান স্বপন, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মেহেরুন আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক,সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।