ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকাল সাড়ে ১১টায় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঘোড়াঘাট উপজেলা শাখা ও ঘোড়াঘাট উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ থেকে এক র্যালি বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা কর্ম পরিষদ সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রমজান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমরান হোসেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম সেলিম, ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি সাব্বির আহমেদ, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য সহ উপজেলার বিভিন্ন সংগঠনের শ্রমিক ও শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

















