1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
কুষ্টিয়ায় বাড়ছে ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য - dailynewsbangla
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে পরিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা  ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাশের হারের শীর্ষে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন নওগাঁর ৭০ শতাংশ সড়কবাতি নষ্ট হওয়ায় বেড়েছে চুরি-ছিনতাই বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা গল্প: চরাঞ্চলের এক নক্ষত্র – আলাল ভাই – পর্ব-২ গল্প: আলাল কানা – অন্ধ জীবনের বর্ণময় প্রদীপ- পর্ব ১ বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ইয়াবা সহ ব্যবসায়ী আটক দৌলতপুর সীমান্তে ১ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ: বিজিবি ও প্রশাসনের বড় সাফল্য দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলার বীজ বিতরন বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ গ্রেপ্তার ২

কুষ্টিয়ায় বাড়ছে ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩

ফরিদ আহমেদ:কুষ্টিয়ায় তথাকথিত আইপিটিভি (ইউটিউব), অনলাইন নিউজ পোর্টাল, ফেজবুক পেইজ এবং প্রেস লেখা স্টিকার, আইডি কার্ড ঝুলিয়ে অবাধে চলাচল করছে চিহ্নিত অপরাধীরা। অনেকে অনলাইন নিউজ পোর্টাল খুলে নিজেদের অপরাধ ঢাকতে সাংবাদিকের বেশ ধারণ করছে। এইসব ভুয়া সাংবাদিকরা আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সাথে সখ্যতা গড়ে তুলছে। তার ফলে মূলধারার সাংবাদিকদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দূরত্ব তৈরি হচ্ছে। সব ভুয়া অনলাইন নিউজ পোর্টাল ও ফেজবুক পেইজ, ও ইউটিউব চ্যানেল খুলে বাইকে স্টিকার ও কার্ড বিক্রি হচ্ছে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। কার্ড বানিজ্য করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এই সব কার্ড পাচ্ছেন অশিক্ষিত, হকার, মুদি দোকানদার, মুচি, কাচা তরকারি বিক্রেতা, ঔষধ বিক্রেতা, দোকানের কর্মচারি, অটো চালক, ভ্যান চালক, হোটেলের কর্মচারিসহ অনেকেই। এমনও আছে যারা নিজেরা নিজেদের নামও লিখতে  পারে না। এ ছাড়াও শিক্ষাগত যোগ্যতা কিংবা সংবাদ লিখতে না জানলেও নামসর্বস্ব কিছু পত্রিকার কার্ড নিয়ে রাতারাতি হয়ে যাচ্ছে সাংবাদিক। শুধু তাই নয়, এই সব কার্ড ব্যবহার হচ্ছে মাদক বিক্রি, চাঁদাবাজি সহ নানা অপকর্মে।
এসব ভুয়া আইপিটিভি (ইউটিউব) অনলাইন নিউজ পোর্টালের নেই কোনো অনুমোদন। কুষ্টিয়ায় সাংবাদিকতার নাম ভাঙিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য।
অনুসন্ধানে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, ওষুধ বিক্রেতা, সুদের ব্যবসায়ী, চালকরা রাতারাতি সাংবাদিক হয়ে দাপিয়ে বেড়াচ্ছে কুষ্টিয়ার অলিগলিতে। কোনো সংবাদ লিখতে না পারলেও গলায় ক্যামেরা ঝুলিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কথিত সাংবাদিকরা। গ্রাম-গঞ্জে তাদের ভিজিটিং কার্ডে সয়লাব। নামধারী এই সব ভুঁইফোড় সাংবাদিক অনলাইনের পোর্টালের নাম লিখে ভিজিটিং কার্ড তৈরি করে গ্রামের মানুষদের ব্লাকমেইল করে যাচ্ছেন তারা। ৩ হাজার ৫০০ টাকার মধ্যে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট খুলে ইউটিউব ও ফেসবুক পেজ তৈরি করে সেটিকে টিভি চ্যানেল অথবা নিউজ পোর্টাল হিসাবে ভুয়া প্রেস কার্ড বেচাকেনা শুরু করেছে। এ ধরনের কার্ড নিয়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িতরাও সর্বত্র সাংবাদিক পরিচয় দিচ্ছে। এ ভুয়া কার্ডের দৌলতে তারা রাতারাতি সাংবাদিক বনে যাচ্ছে। তিন বছর ধরে যেখানে-সেখানে এ রকম ভুয়া সাংবাদিক অবাধে বিচরণ করছে। তারা নানা অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছে। এমন নীতিহীন কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। গুজব ও অপপ্রচার বাড়ছে।
এ বিষয়ে প্রথম আলোর স্টাফ রিপোর্টার তৌহিদী হাসান বলেন, প্রথমত আইপিটিভি (ইউটিউব,) অনলাইন নিউজ পোর্টালের জন্য তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন থাকতে হবে। এসব অনলাইন পোর্টালের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। কোন ঘটনায় উপস্থিত হয়ে ঘটনার পারিপার্শ্বিক সম্পর্কে প্রশ্ন করতে গেলে আমাদের মূল ধারার সাংবাদিকদের আগেই এইসব অনলাইন পোর্টালে যারা আছেন তারা অপ্রয়োজনে প্রশ্ন করে তার ফলে সঠিক তথ্য সংগ্রহে বাধাগ্রস্ত করে।
এই বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু বলেন, কুষ্টিয়াতে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে ভুয়া সাংবাদিক ও ভুয়া অনলাইন পোর্টাল। মূলধারার সাংবাদিকরা মূল্যায়িত হচ্ছে না। ভুয়া অনলাইন পোর্টাল ও ভুয়া টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে বুম তৈরী করে গাড়িতে প্রেস লিখে অশিক্ষিত আলু-পটল ব্যবসায়ারী এই সব অপকর্ম করে বেড়াচ্ছে। যারা বিভিন্ন অপরাধের জড়িত রয়েছে। অতিদ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রেস কাউন্সিলের অনুরোধ জানাচ্ছি।
কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের অনুমোদন বিহীন যেসব আইপিটিভি (ইউটিউব), নিউজ পোর্টাল রয়েছে তাদের সম্পর্কে অভিযোগের ভিত্তিতে এর সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ